উপকৃত হবেন ১০ হাজার কৃষক

বাগেরহাটের রাধালীর খাল পুনঃখনন শুরু : এলাকাবাসীর সন্তোষ

বাগেরহাট প্রতিনিধি

আপডেট : ১১:১৯ পিএম, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ | ২৪৭

বাগেরহাটের রামপালের রাধালীর খাল পুনঃখনন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া-চাকশ্রী এলাকায় খালটির পুনখনন কাজের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।

এ খাল খননের ফলে ওই এলাকার ৬ টি গ্রামের প্রায় ১০ হাজার কৃষক উপকৃত হবেন। এ খালটি বর্তমানে মৃতপ্রায়। খালটি খননের জন্য এলাকাবসীর দীর্ঘ দিনের দাবী ছিল। তাই এ খনন কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।


এসময়, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজিবুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর মজুমদার, বাইনতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লা ফকির, সোলডার প্রোজেক্ট ম্যানেজার ড. উৎপাল কুমার, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, উত্তোরনের প্রজেক্ট ম্যানেজার ইকবাল হোসেন, কমিউনিকেশন কো-অর্ডিনেটর ফাতেমা হালিমা, ডাব্লিউসিএ মিতা রহমান, কৃষক হামিম ফকিরসহ স্থানীয় উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।


নেদারল্যান্ড সরকারের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও জাগরনি চক্র ফাউন্ডেশনের বাস্তবায়নে সফল ফর ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট শীর্ষক প্রকল্পের উদ্যোগে ৬ লক্ষ টাকা ব্যয়ে ১.৭ কিলোমিটার দৈর্ঘ্যরে এই খালটি পুনঃ খনন করা হচ্ছে। এর ফলে এলাকার পানি, মাটির দক্ষতা ও কাযকারিতা বৃদ্ধি পাবে, ভূগর্ভস্থ পানিরন ব্যবহার কমবে। কৃষিকাজের জন্য সেচ ব্যবস্থা নিশ্চিত হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।


এদিকে দীর্ঘদিন পরে মৃতপ্রায় খালটি পুনঃখনন শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। চাকশ্রী এলাকার আল আমিন বলেন, খালটি খনন করা হলে আমাদের অনেক উপকার হবে। কৃষি কাজে সেচ ব্যবস্থা সহজ হবে। মাছ চাষীদেরও উপকার হবে। এছাড়া উন্মুক্ত জলাশয়ে মাছ বৃদ্ধি পাবে।


খনন কাজ উদ্বোধন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেন, পরিবেশ-প্রতিবেশ ঠিক রাখার জন্য খাল ও উন্মুক্ত জলাশয়ে পানির প্রবাহ স্বাভাবিক রাখা প্রয়োজন। খননের ফলে সেটি নিশ্চিত হয়। রাধালীর খাল পুনঃখনন হলে এই এলাকার মানুষ উপকৃত হবেন বলে মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত