ফকিরহাটে অংশগ্রহণ মূলক ভোট নিশ্চিত করতে উঠান বৈঠক

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:১৯ পিএম, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ | ৩৬৯

বাগেরহাটের ফকিরহাটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনঅংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করতে বাড়ি-বাড়ি উঠান বৈঠক করছে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।

উপজেলার নারী ভোটারদের কাছে শেখ হাসিনার উন্নয়ন ও নাগরিক হিসেবে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের মোল্লাপাড়াসহ একাধিক গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রতিটি উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাস ও শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত