শেখ হেলাল ভোট দিলেন চিতলমারীতে, উৎসবমূখর ভোট গ্রহন সম্পন্ন 

এস এস সাগর

আপডেট : ০৫:৪২ পিএম, রোববার, ৭ জানুয়ারী ২০২৪ | ২৬২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপি চিতলমারীতে ভোট প্রদান করছেন। রবিবার (৭ জানুয়ারী) বেলা ১২ টার দিকে তিনি চিতলমারী সরকারী সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ভোট প্রদান করেন। শেখ হেলাল উদ্দীন চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোটার। এদিন উপজেলার ৭ টি ইউনিয়নের ৪০ টি কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিতলমারীতে এ বছর ৪০ টি ভোট কেন্দ্র। বুথের সংখ্যা ২৬৫ টি। মোট ভোটার ১ লাখ ১৯ হাজার ৪৩৯ জন।


বাগেরহাট-১ আসনের সংসদ নির্বাচনে এবার ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৬ষ্ঠ বারের মত প্রতিদ্বন্দ্বীতা করছেন শেখ হেলাল উদ্দীন, লাঙ্গল প্রতীকে মোঃ কামরুজ্জামান, আম প্রতীকে বাসুদেব গুহ, নোঙ্গর প্রতীকে মোঃ মঞ্জুর হোসেন সিকদার, সোনালী আঁশ প্রতীকে মোঃ মাহফুজুর রহমান, ডাব প্রতীকে এইচ এম আতাউর রহমান আতিকী।


ভোটের দিন সকাল ৮ টা থেকেই ভোট কেন্দ্র গুলো উৎসবমূখর হয়ে ওঠে। ভোটাররা স্বতস্ফুর্ত ভাবে ভোট প্রদান করেন। ভোট প্রদানের জন্য সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন পড়ে যায়। নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিল। এ রিপোর্ট লেভা পর্যন্ত উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাগেরহাট-১ আসনে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও আওয়ামী লীগের দুর্গখ্যাত এ আসনটিতে বিগত সময়ে এমপি শেখ হেলাল উদ্দীন বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করায় তিনি ৬ষ্ঠ বারের মত বিপুল ভোটে বিজয়ী হবেন বলে চিতলমারীর সাধারণ ভোটারা আশাবাদ ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত