বসত বাড়ি পুড়ে ছাই

বাগেরহাটে অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:৪৭ পিএম, সোমবার, ২ অক্টোবর ২০১৭ | ১৩৩৫

বসত বাড়ি পুড়ে ছাই

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে অগ্নিকান্ডে বসত বাড়ি ও একটি রান্না ঘর পড়ে ভূষ্মিভূত হয়েছে। রোববার রাত ৭টার দিকে ফতেপুর গ্রামের মুস্তাহার আলী লস্কর এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুস্তাহার আলী লস্কর বলেন, রাত সাড়ে ৭টার দিকে আগুন দেখে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা আসার আগেই আগুনে আমার বসত বাড়ি ও রান্নাঘর সম্পুর্ণ ভূষ্মিভূত হয়। অগ্নিকান্ডে ঘরে থাকা টিভি, ফ্রিজ ও নগদ টাকাসহ পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মুস্তাহার আলী লস্কর।

বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বৈদ্যুতিক সর্টসার্টিকের কারনে এ অগ্নিকান্ডের সূত্র বলে প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি। আগুন লাগার সাথে সাথে তা দ্রুত ছড়িয়ে পরার কারনে লস্করের ঘরে থাকা কোন মালামাল বের করতে পারেনি। ফাসার সার্ভিসে খবর দেয়া হলে তারা আসার আগেই আগুনে সব পুড়ে ভূস্মিভূত হয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত