মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে ২ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০১:৪৭ পিএম, বুধবার, ৩০ মে ২০১৮ | ৬৬১

মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পরিষদ মিলনায়তনে এক উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার এ বাজেট ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ সভায় প্রধান অতিথি ছিলেন। বাজেটে মানব উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ ৬০লাখ টাকাসহ সর্বমোট ১ কোটি ৯৩লাখ ১০ হাজার ৩৬০ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। যা গেল বছরের চেয়ে ২৪ লাখ টাকা বেশী। পরিষদেরআয়কর, এলজিএসপিসহ বিভিন্ন উন্নয়ন বরাদ্দ থেকে এই ব্যায় মেটানো হবে।

বাজেট সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রধান শিক্ষক আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম খান, ইউপি সচিব আব্দুল হালিম, ইউপি সদস্য শফিকা বেগম, আব্দুল জলিল খান, পঙ্কজ চন্দ্র ঘরামী, দেলোয়ার হোসেন খলিফা, মো. কামরুল মুন্সি, মিল্টন শেখ মিলু ও শ্যামী বেগম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত