শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদাপূর্ণ দেশের পরিচিতি পেয়েছে

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৬:১২ পিএম, শনিবার, ২ জুন ২০১৮ | ২১৮৮

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ সকল ক্ষেত্রে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বঙ্গবন্ধু স্যাটালাইট স্থাপনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশ একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে কে কোন আসনে মনোনয়ন পাবেন সেটা মূখ্য বিষয় নয়। জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা নিয়ে পাঠাবেন সকল বিভেদ ভুলে তার পক্ষেই আমাদের কাজ করতে হবে। নৌকার বিজয় আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ।


শুক্র ও শনিবার শরণখোলা উপজেলার ১নম্বর ধানসাগর ও ২নম্বর খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বদিউজ্জামান সোহাগ নেতাকর্মীদেরকে উদ্দেশ্যে এ কথা বলেন।


ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেল পরিষদের চেয়রাম্যান মো. কামালউদ্দিন আকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান, এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জানুজ্জামান পারভেজ, ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, যুবলীগ নেতা আজল হোসেন মুক্তা, আসাদুজ্জামান স্বপন, হুমায়ুন করিম সুমন, তাজু সরদার, হাসিব বিল্লাহ, ছাত্রলীগের আহবায়ক হাসান মীর প্রমূখ।


খোন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন এবং ধানসাগর ডিএন কারিগরি কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য মহিম আকন ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত