প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে

মোরেলগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সমাবেশ

মেহেদী হাসান লিপন

আপডেট : ০৫:২০ পিএম, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮ | ৯৭২

বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় প্রধানমন্ত্রী ঘোষিত কৃষি মন্ত্রনালয়ের অধিনস্থ বিভিন্ন দপ্তর অধিদপ্তর সংস্থায় কর্মরত ডিপ্লোমা কৃষিবিদ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদধারীদের ২য় শ্রেণীর পদমর্যাদা সহ ১০ গ্রেডে বেতনস্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সমাবেশ করেছে ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শাখা।


বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মেজবাহ আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন , এমএ সোবাহান, এসএম আলী আশরাফ, মো.আব্দুল জলিল, মিজানুর রহমান, দিপঙ্কর সোমাদ্দার, মোসা. ছালমা বেগম, নাজমুল মোড়ল, কেএম শাহনেওয়াজ, দিদারুল ইসলাম, মশিউর রহমান, বিশ^জিৎ মন্ডল ,মুজিবর রহমান মোল্লা প্রমুখ।


সমাবেশে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মেজবাহ আহমেদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সম্মতি সহ তাদের ২য় গ্রেডের মর্যাদা প্রদান করেছেন। এজন্য তারা কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত