মোড়েলগঞ্জে কর্মীসমাবেশে বক্তারা

৬৮ হাজার গ্রামের উন্নয়ন চাইলে লাঙ্গল প্রতিকে ভোট দিন

এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ

আপডেট : ০৯:২৩ পিএম, রোববার, ১২ আগস্ট ২০১৮ | ৭০০

মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটী ইউনিয়নে জাতীয় পার্টির এক কর্মী সভাবেশে বক্তারা বলেন, ৬৮ হাজার গ্রামের উন্নয়ন চাইলে সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে বিজয় অর্জন করাতে হবে।


এদেশের উন্নয়নের একমাত্র রুপকার পল্লী বন্ধু হুসেইন এরশাদ, মহাজোটে জাতীয় পার্টি আছে বলেই আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তাই নেতাকর্মীরা বাগেরহাট ৪, আসনে মহাজোটে প্রার্থী হিসেবে সোমনাথ দেকে মনোনীত করার দাবী জানান। যদি মহাজোট থেকে জাতীয় পার্টিকে এ আসনে না দেওয়া হয় তবে ৩শ’ আসনেই জাতীয় পার্টি প্রার্থী দিবেন। রোববার বিকেলে দৈবজ্ঞহাটী ইউনিয় কর্মী সমাবেশে বাগেরহাট জেলা নেতৃবৃন্দরা একথাগুলো বলেন।


১৪২নং বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইকোন সেন্টারে আয়োজিত কর্মীসমাবেশে সভাপতিত্ব করেন মো. মুনসুর মোল্লা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় যুবসংহতির সহ-সভাপতি বেগ মোকারম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এ্যাড. শিকদার নিজাম উদ্দিন, যুবসংহতির সাধারণ সম্পাদক রাহুল দেব মন্ডল, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ কাজী। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির নেতা জাহাঙ্গীর হোসেন রুনু, কৃষক পার্টির নেতা মো. ইদ্রিস হাওলাদার, মো. আক্তারুজ্জামান, ছাত্র সমাজ নেতা মো. মাসুদ রেজা ও রফিকুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত