বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:০৮ পিএম, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭ | ১১২১

বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘পরিচ্ছন্ন হাত,সুন্দর ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সাংস্কৃতিক ফাউন্ডেশনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা।

অতিরিক্ত জেলা প্রশাসক মামুন উল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, ডাঃ প্রদীপ কুমার বকসী, শিক্ষাবীদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, চৌধুরী আব্দুর রব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এস শামীম আহম্মেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত