অসচেতনতাই ভোক্তার অধিকার সংরক্ষণে অন্যতম বাধা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:০১ পিএম, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৫১৮

অসচেতনতাই ভোক্তার অধিকার সংরক্ষণে অন্যতম বাধা বা অন্তরায়। তাই ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।


মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।


সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদের সভাপতিত্বে বক্তব্য দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, ক্যাব- বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, চেম্বার অব কর্মাসের সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাধারণ ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত