বাগেরহাটে বাস শ্রমিকদের প্রশিক্ষন সমাপনি ও সনদ বিতরণ

আলী আকবর টুটুল

আপডেট : ০৮:৩৬ পিএম, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮ | ৬৬৩

বাগেরহাটে বাস শ্রমিকদের ৫দিন ব্যাপি প্রশিক্ষন কর্মসূচি শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল।


অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নারগিস পারভীনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বক্তব্য দেন ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দিন, মোঃ আরিফুজ্জামান, বিআরটিএ, বাগেরহাট সার্কেলের সহকারি পরিচালক আবুল বাশার, জাতীয় শ্রমিক লীগ বাগেরহাট জেলা সভাপতি রেজাউর রহমান মন্টু, নিরাপদ সড়ক, বাগেরহাট জেলা শাখার আহবায়ক আলী আকবর টুটুল।


বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহন চালক ও সহযোগীরা সব থেকে বেশি ভূমিকা রাখতে পারে। তাই আপনাদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আপনারা সড়কে মৃত্যুর মিছিল থামাতে কাজ করবেন।


সমাপনি অনুষ্ঠান শেষে ৫দিনে প্রশিক্ষন প্রাপ্ত বাস চালক ও চালকদের সহযোগীদের সনদপত্র বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত