বাগেরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

আলী আকবর টুটুল

আপডেট : ০৮:৪৭ পিএম, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮ | ৫৭৯

বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) শুরু হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এ খেলার উদ্বোধণ করেণ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকত আলী বাদশা, এমপি।


বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিন হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মতিন মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদা আক্তার, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখী, প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, সরদার শুকুর আহমেদসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।


উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় যাত্রাপুর ইউনিয়ন দলকে ২-০ গোলে বারুইপাড়া ইউনিয়ন দল পরাজিত করে। দ্বিতীয় খেলায় বিষ্ণপুর ইউনিয়ন দল ৩-০ গোলে ডেমা ইউনিয়ন দলকে পরাজিত করে।

এ টুর্নামেন্টে সদর উপজেলার ১০টি ইউনিয়ন অংশগ্রহণ করবে। আগামী ১১ সেপ্টেম্বর বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত