বাগেরহাটে তরুনীর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার

আলী আকবর টুটুল

আপডেট : ০৮:৪১ পিএম, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | ১৮৭৩

বাগেরহাটে অজ্ঞাত (১৯) তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। বুধবার (১২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের বাদোখালী গ্রামের আনসার আলীর বাড়ির সামনের কাটাখাল থেকে অজ্ঞাত এ তরুনীর মরদেহ উদ্ধার করা হয়।


বাগেরহাট মডেল থানার পরিদর্শক (অপারেশন) নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে মুঠোফোনে বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে আমিসহ মডেল থানার একটি টিম ঘটনা স্থলে আসি। এসে কাটাখাল থেকে বস্তাবন্দী অবস্থায় তরুনীর মরদেহটি উদ্ধার করি। তরুনীর শরীরে বোরকা ও স্যালোয়ার-কামিজ পরা আছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে হত্যা করে বস্তাবন্দি করে খালে ফেলে দিয়েছে হত্যাকারীরা। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত