বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে কর্মশালা

এস এম সামছুর রহমান

আপডেট : ১০:১৬ পিএম, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ৭১৫

বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন করনে গঠিত জেলা এ্যাডভোকেসী ওয়ার্কিং গ্রুপ এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরতলীর দরিতালুক এলাকার কোডেক ট্রেনিং সেন্টারে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের কারিগরি কর্মকর্তা ডা. স্বপন কুমার চক্রবর্তী।


এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মেরী স্টোপস বাংলাদেশের কমিউনিকেশন ও এ্যাডভোকেসী ম্যানেজার মনজুন নাহার, বাগেরহাট প্রেস কাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাবেক সভাপতি বাবুল সরদার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, মা ও শিশু কেন্দ্রের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুস সামাদ, নারী নেত্রী এ্যাড. লুনা সিদ্দিকী, সাংবাদিক কামরুজ্জামান, নকীব সিরাজুল হক, মেরী স্টোপস বাংলাদেশের এ্যাডভোকেসী কর্মকর্তা তনুশ্রী মানজি, শুশীলনের প্রকল্প সমন্বয়কারী সুদীপ মন্ডল, কমিউনিকেশন ও প্রোগ্রাম অফিসার মুজাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা, পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন করণীয় বিষয়ের উপর নানা দিক নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত