শরণখোলা প্রেসক্লাব প্রাঙ্গনে হরিণ চত্বর উদ্ধোধন

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৪:০৮ পিএম, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ | ৭৮৫

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন শরণখোলা প্রেসক্লাব প্রাঙ্গনে নির্মিত হরিণ চত্বর উদ্ধোধন করেছেন। বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে সুন্দরবনের অবয়বে নির্মিত হরিণ চত্বরের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন তিনি। পরে তিনি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এলাকার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।


ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউএনও সরদার মোস্তফা শাহিন, ওসি এসকে আব্দুল্লা আল সাইদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যাান মো. মোজাম্মেল হোসেন, এমএ রশিদ আকন, আব্দুল হক হায়দার, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, সাংবিদক বাবুল দাস, শেখ মোহাম্মদ আলী, নজরুল ইসলাম আকন, আমিনুল ইসলাম সাগর, হুমায়ুন কবির, সাবেরা ঝর্ণা, আ. রাজ্জাক তালুকদার, আনোয়ার হোসেন, আ. মালেক রেজা, মনিরুজ্জামান আকন, আসাদুজ্জামান স্বপন, মাহফুজুর রহমান বাপ্পি।


বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এসময় বলেন, শরণখোলার উন্নয়ন এবং সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে বিকল্প পেশায় ফিরিয়ে আনতে পর্যাটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। এনিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। এব্যাপারে সবার আন্তরিক সহযোগিতা দরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত