শরণখোলায় গৃহবধুর আত্মহত্যা

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০২:৫১ পিএম, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ | ৮৫৪

শরণখোলায় এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার নাম ফাতিমা আক্তার পাখি (৪৫)। শুক্রবার রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পাঁচ সন্তানের জননী ওই গৃহবধুর স্বামীর নাম লুৎফর রহমান মুন্সী।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাকাওয়াত হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, শুক্রবার রাত ৯টার দিকে পরিবারের লোকেরা ফাতিমা আক্তার পাখিকে রান্না ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করলে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান।

শনিবার দুপুরে তার দাফন কাপনের প্রস্তুতি চলছিল। এমন সময় খবর পেয়ে ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তদন্তের মাধ্যমে আত্মহত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত