বাসের মুখোমূখি সংঘর্ষে

মোল্লাহাটে নিহত-১, আহত-১০

আলী আকবর টুটুল

আপডেট : ০২:৫৩ পিএম, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ | ১৩৬২

বাগেরহাটের মোল্লাহাটে দুটি বাসের মূখোমূখি সংঘর্ষে এক পুরুষ বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ বাসযাত্রী। শনিবার সকাল সাড়ে আটটার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার কেন্দুয়া এলাকার বিসমিল্লাহ ফিস ফিডের সামনে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।


তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বাগেরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, শনিবার সকাল সাড়ে আটটার দিকে বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গ্রীণলাইন পরিবহণের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি দিদার পরিবহণের মুখোমূখি সংঘর্ষ হয়। এতে গ্রীণ লাইন পরিবহণে থাকা অজ্ঞাত এক পুরুষ বাসযাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত হন আরও অন্তত ১০ বাসযাত্রী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। বেপরোয়া গতিতে বাস চালানোর কারনে এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহত বাসযাত্রীর নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত