জাতীয় কন্যা শিশু দিবসে বাগেরহাটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:২০ পিএম, রোববার, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | ৫৬২

জাতীয় কন্যা শিশু দিবসে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালণ করেছে বিভিন্ন সংগঠন। রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসকাবের সামনে জাতীয় মহিলা পরিষদ, উদয়ন বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট, জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে। ঘন্টাব্যাপি মানববন্ধনে বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহন করে।

মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় মহিলা পরিষদের সভাপতি এ্যাডভোকেট সীতারানী দেবনাথ, সাধারণ সম্পাদিকা এ্যাডভোকেট পারভীন আহমেদ, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, মহিলা পরিষদের সংগ্রামী নেত্রী রিজিয়া পারভীন, ঝিমি মন্ডল, নাদিরা আকরাম, জোৎসনা রানী দেবনাথ, হেনা চৌধুরী, হাঙ্গার প্রজেক্টের বাগেরহাট প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে কন্যা শিশুরা যেমন নিরাপদ নয়, নারীরাও তেমন নিরাপদ নয়। তবে বর্তমানে দেশের প্রচলিত আইন মানার পাশাপাশি গনসচেতনতা তৈরি করতে হবে। নারী পুরুষ সকলেই যাতে সমান অধিকার ভোগ করতে পারে এবং নিরাপদে থাকতে পারে সে জন্য সকলকে সোচ্চার হতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত