বাগেরহাটে জেলা বিএনপির স্মারক লিপি প্রদান ও সমাবেশ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:২৫ পিএম, বুধবার, ৩ অক্টোবর ২০১৮ | ৯৩৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ সরকারের অধীনে সকলের নিকট গ্রহনযোগ্য, অংশগ্রহন মুলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে এ স্মারকলিপি প্রদান করা হয়। কেন্দ্রীয় র্কমসূচির অংশ হিসাবে বুধবার সকালে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের নেতৃত্বে জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড ওহিদুজ্জামান দীপু, এ্যাড. এ কে এম আব্দুল হাই, আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড. শেখ আলতাফ হোসেন, আইনজীবি ফোরামের সভাপতি এ্যাড. আ. মান্নান হাওলাদার, যুগ্ন –সাধারন সম্পাদক এ্যাড. এম এ অদুদ মুক্তা, চাকলাদার আকরাম হোসেন, এ্যাড. এস এম জিন্নাহ, এ্যাড. মহসিন আলী, এ্যাড. বেলায়েত হোসেন, এ্যাড. মোসারেফ হোসেন মন্টু, কাজী সেলিম, এস এম সাজ্জাত হোসাইন প্রমুখ ।

বিএনপি সভাপতি এম এ সালাম বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ সরকারের অধীনে সকালের নিকট গ্রহনযোগ্য, অংশগ্রহন মুলক ,অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ ৭ দফা দাবীতে স্বারক লিপি প্রদান করেছি।

এ দিন দুপুরে সরইস্থ দলিয় কার্য্যালয়ের সামনে নেতা কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেছে । জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড.ওহিদুজ্জামান দিপূ, সাধারন সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান শান্ত, ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী দ্বীপ, বিএনপি নেতা আতিয়ার সরদার, মোখলেছুর রহমান, সাইফুল ইসলাম, রাহুল ইসলাম, আসাদউজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত