বাগেরহাটের ৪টি আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত !

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:২৯ পিএম, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮ | ৬৬৯৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতো মধ্যে সব দলের অংশ গ্রহনের তৎপরতায় উৎসব মুখোর পরিবেশ তৈরী হয়েছে। বড় দুই দলের শরিকরা তাদের একক মার্কা দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনকে আবহিত করেছে। সাধারন ভোটারদের মাঝে এখন একটিই জল্পনা কে হচ্ছেন নেীকা বা ধানের শীষের প্রার্থী!


এদিকে বিএনপির কেন্দ্রীয় একধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির অনেক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেউ কেউ আবার নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য ফরম কিনেছেন।


বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপিসহ ২০ দলীয় জোট নির্বাচনে ধানেরশীষ নিয়ে নির্বাচন করবে। তবে মনোনয়ন দৌড়ে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী থাকলে ও চারটি আসনের মধ্যে একটি আসন ছাড়তে হবে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে। তবে তারা ধানেরশীষ মার্কা নিয়ে নির্বাচন করতে পরছেনা।


সৃত্র জানায়, বর্তমানে জোটের কাছে জামায়াতে ইসলামী ৫০টি আসন চাইলেও তাদেরকে দেয়া হচ্ছে ১৮টি আসন। তারমধ্যে বাগেরহাট জেলার আসন রয়েছে একটি। তবে ঐক্যফ্রন্টের নেতা ড.কামাল হোসেনের আপত্তির কারনে জামায়াতকে স্বতন্দ্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় বিএনপির নেতারা আরো জানান, মনোনয়নের চুড়ান্ত তালিকায় রয়েছেন, বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) বিএনপির একাধিক যোগ্য প্রার্থী থাকলে ও এ আসনে চুড়ান্ত হয়েছেন এ্যাড.ওহিদুজ্জামান দিপু,

বাগেরহাট-২ আসন (বাগেরহাট সদর-কচুয়া) মনিরুল ইসলাম খান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বর্তমানে জেল হাজতে থাকায় নিশ্চিত রয়েছেন জেলা বিএনপির সভাপতি এমএ সালাম।


বাগেরহাট-৩ আসন (রামপাল-মোংলা) জামায়াতের দাবী তাদের প্রার্থী এ্যাড. আব্দুল ওয়াদুদ শক্ত প্রার্থী, তবে জেলার একটি আসন বরাদ্ধ থাকায় বিএনপি এ আসন তাদের দখলে রেখেছেন। তাদের প্রার্থী হিসাবে নিশ্চিত হয়েছেন ড.ফরিদুল ইসলাম।


বাগেরহাট-৪ আসন (শরনখোলা-মোরেলগঞ্জ) এ আসনে ও বিএনপির একাধিক যোগ্য প্রার্থী থাকলেও জামায়াতে ইসলামী এ আসন থেকে তাদের প্রার্থী নির্বাচিত করায় এ আসনটি জামায়াতের দখলে রেখেছে। জামায়াতের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম। তবে জামায়াতের প্রার্থী ধানেরশীষ নিয়ে নির্বাচনে থাকতে পারছেনা।

তবে বড় ধরনের কোন ঝামেলা না হলে এই প্রার্থীই আওয়ামীলীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করবেন বলে সুত্র নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত