বাগেরহাটে কমিউনিটি মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৩৮ পিএম, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮ | ৪৮৪

রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর আর্থিক সহায়তায় পরিচালিত‘ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর আওতায় বৃহস্পতিবার সকালে উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনগর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ৫০জন গন্যমান্য ব্যক্তি অংশ গ্রহণ করেন।

রাজনগর ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মত-বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়।


সভায় প্রধান অতিথি গ্রাম আদালতের উদ্দেশ্য, গ্রাম আদালতের সুবিধাদি এবং গ্রাম আদালত সক্রিয় করণে এলাকার গন্যমান্য ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দানের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি রাজনগর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নথীপত্র পরিদর্শন করেন এবং পরে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম সন্তোষজনক বলে মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত