আ’লীগের তৃনমূলের নেতাকর্মীরা নিচ্ছেন প্রস্তুতি

বাগেরহাটে ৪টি আসনে নৌকার মাঝি হচ্ছেন যারা!

মামুন আহম্মেদ

আপডেট : ০৮:৫৭ পিএম, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ | ৪০৭৯

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে এখনও প্রার্থী ঘোষনা না করা হলেও বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগ থেকে কে কে নৌকার মাঝি হচ্ছেন তা অনেকটা নিশ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও চায়ের দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীদের আড্ডায় এ ৪টি আসনে দলীয় মনোনয়ন পাওয়া নেতাদের নাম সবার মুখে মুখে। শুধু তাই নয় বাগেরহাটের এ ৪টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সামনে রেখে এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতি সেরেছেন এসব সংসদীয় এলাকার তৃনমূল পর্যায়ের নেতার্কীরা।


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী হতে আওয়ামী লীগ ৪০ জন মনোনয়নপত্র কিনেছিলেন। এসব প্রার্থীদের মধ্যে জননন্দিত নেতাদের পাশাপাশি দেশবরেন্য তরুণ নেতারাও প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন। আর এ কারনে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন জনপ্রিয় নেতারা।


নাম প্রকাশ না করার শর্তে বাগেরহাট জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বাগেরহাট-১ আসন চুড়ান্ত মনোনয়নের তালিকা আছেন বর্তমান এমপি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন। বাগেরহাট-২ আসনে আছেন প্রধানমন্ত্রীর ভাতিজা ও এমপি শেখ হেলাল উদ্দিনের একমাত্র ছেলে শেখ সারহান নাসের তন্ময়। বাগেরহাট-৩ আসনে আছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বর্তমান এমপি হাবিবুন নাহার তালুকদার। বাগেরহাট-৪ আসনে আছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান এমপি ডা. মোজ্জাম্মেল হোসেন। তবে বড় ধরনের কোন ঝামেলা না হলে এই প্রার্থীই বাগেরহাটের ৪টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে অনেকটা নিশ্চিত বলে জানান বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতারা।


এদিকে তিনটি পৌরসভা ও ৭৫টি ইউনিয়ন নিয়ে গঠিত বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ১১ লাখ ১২ হাজার ৩৫২ জন। বাগেরহাটের এ ৪টি আসনে দড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে রয়েছে অভ্যান্তরিন কোন্দল। আর এ দলীয় কোন্দল নিরসন করে যে দলের প্রার্থীই নির্বাচনে অংশ নিবে তিনিই বিজয়ী হবেন বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত