বাগেরহাট-৩ আসনে আ.লীগের বিরুদ্ধে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৮:১২ পিএম, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ | ১৭০২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে ২০ দলীয় ঐক্যজোটের মনোনিত প্রার্থী এ্যাডভোকেট মোঃ আঃ ওয়াদুদ শেখ রবিবার বিকাল ৩ টায় তার নিজস্ব বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। সভায় তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে চরম ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে বলেন, এই নির্বাচনী এলাকায় লেবেল প্লেইং ফিল্ড বলে কিছুই নেই। একেরপর এক আচারণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে চলেছে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর নেতাকর্মীরা এমনকি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক এই নির্বাচনী এলাকায় ক্ষমতার অপব্যবহার করে যারা প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন তাদের নিয়ে গত ১১ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় রামপাল উপজেলার হাজী এনায়েত উল্লাহ মাদ্রাসা মাঠে সভা করেছেন। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগে উল্লেখ করেন।


এছাড়াও নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিনিয়ত পুলিশ ভয়ভীতি, হুমকি ও বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে বলে সাংবাদিকদের জানান। পোষ্টার, প্যানা ছিড়ে ফেলা হচ্ছে এবং মাইকিং এ বাধা প্রদান করা হচ্ছে। তিনি সুষ্টু নির্বাচনের স্বার্থে সমানভাবে প্রচার প্রচারনা চালানোর দাবি জানান। অভিযোগের বিষয়ে বাগেরহাটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন তবে কোন লিখিত অভিযোগ পায়নি। খোজ নিয়ে অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোন অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এ লক্ষ্যে নির্বাহী ম্যাজিজট্রেটগণ মাঠে কাজ করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত