মোরেলগঞ্জে আন্তর্জাতিক অভিবাসি দিবস পালিত

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ১১:৫৯ পিএম, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | ৫৪১

‘অভিবাসীর অধিকার-মর্যাদা ও ন্যায় বিচার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘‘অভীবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম” (ওকাপ) পানিই জীবন প্রকল্প-২ এর উদ্যোগে মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা অফিসার্স কাবে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওকাপ উপজেলা ফিল্ড অফিসার মো. আল আমিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড: মো. শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, মহিলা ভাইস চেয়াম্যান আজমিন নাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনজিও কর্মী শওকত চৌধুরী, মৎস্য প্রনব কুমার বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, মো. শাখাওয়াত হোসেন, ও শিল্পী রানী প্রমুখ।

আলোচনা সভায় সিদ্ধান্ত হয় যে, অভিবাসন কর্মী সম্পর্কে সঠিক তথ্য প্রদান, ভিসা বানিজ্য কমিয়ে আনতে হবে, অভিবাসন ব্যায় শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। বিদেশ ফেরত অভিবাসী কর্মীর আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত