মোরেলগঞ্জে শত্রুতার জেরে ক্ষেত ধ্বংসের অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৬:৪০ পিএম, রোববার, ১৩ জানুয়ারী ২০১৯ | ৫৯১

মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সবজি ক্ষেত ধ্বংসের অভিযোগ তুলেছেন আমবাড়িয়া গ্রামের মৃত নগরবাসি হালদারের ছেলে সমীর হালদার। শনিবার বিকেলে একই গ্রামের সিদ্দিক শেখ ও তার সহযোগীরা সমীর হালদারের সবজী ক্ষেতের ব্যপক ক্ষতি সাধন করে। এ বিষয়ে সমীর বাদি হয়ে রবিবার থানায় অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগে বলা হয়েছে, জমিজমা সংক্রান্ত মামলা ও পূর্ব শত্রুতার কারনে কিসমত জামুয়া গ্রামের হাকিম শেখের ছেলে সিদ্দিক শেখ, কালিকাবাড়ি গ্রামের রব শেখসহ ১০/১২ জন মিলে সমীর হালদারের ক্ষেতের ২শ’ পেপে গাছ, ৩শ’ টমোটো গাছ, ৫শ’ মিষ্টি কুমড়ার ঝাড়, ২৫০টি বাঁধা কপি ও ৫শ’ মরিচ চারা মেরে ফেলেছে। ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা ও জারি রয়েছে।

এতে সমীর হালদারের এক লাখ দশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেক করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত