রামপালে ৬ষ্ঠ শ্রেণিতে ত্রুটিপূর্ণ বই বিতরণ

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:৫২ পিএম, রোববার, ১৩ জানুয়ারী ২০১৯ | ৬৬৭

রামপালে বিনা মূল্যে সরকারি ৬ষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের কভার পেজের মোড়কের ভেতরের অংশে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ফর্মা সংযোজন করা বই বিতরণ করা হয়েছে। জানা গেছে, ২০১৯ সালের ১ জানুয়ারী বই উৎসব পালনকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। এর মধ্যে চন্ডিতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ২১ জন শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটি ও বিতরণ করা হয়। শিক্ষার্থীরা বই নিয়ে বাড়িতে যাওয়ার পর দেখতে পায় উপরের কভার পেজে বাংলাদেশ ও বিশ্বপরিচয় থাকলেও ভিতরে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের অধ্যায় সংযোজন করা রয়েছে। তাৎক্ষনিকভাবে শিক্ষার্থীরা স্কুলে এসে বইগুলি প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল এর কাছে ফেরত দেয়। প্রধান শিক্ষক বইগুলি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে বইগুলি শিক্ষা অফিসে জমা দিয়ে দেন।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়া এর নিকট জানতে চাইলে তিনি বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বইগুলিতে ত্রুটি থাকায় যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে নতুন বই প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বইগুলি এআরটি প্রিন্টিং প্রেস, কালভার্ট রোড ও দক্ষিনপাড়া, কলেজ রোড মাতুলাইল, ঢাকা-১২৬২ থেকে মুদ্রিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত