উপজেলা ভাইস চেয়ারম্যান পদে

চিতলমারীতে দোয়া ও সমর্থন চান মধুসূদন

এস এস সাগর, চিতলমারী

আপডেট : ০৯:২৩ পিএম, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ | ৩৫৪৫

একাদশ তম জাতীয় সংসদের আমেজ শেষ হতে না হতেই দেশের অন্যান্য উপজেলার ন্যায় চিতলমারীতে ও বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। আসন্ন এ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রার্থীতা ঘোষণা করে বিভিন্ন ভাবে স্ব-স্ব প্রচারণার কাজে ব্যস্ত রয়েছেন। নুতন- পুরাতন মিলে প্রায় দুই ডজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে এবার প্রথম বারের মত চিতলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা বাসির কাছে দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা শুরু করেছেন সাবেক ছাত্রনেতা মধুসূদন বৈরাগী।

নব্বইয়ের দশকের চিতলমারী উপজেলার জনপ্রিয় ও পরিছন্ন ছাত্রনেতা, শেরে বাংলা ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মধুসূদন বৈরাগী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হিসেবে সম্প্রতি তার প্রার্থীতা ঘোষণা করেছেন। নব্বইয়ের দশকে ছাত্র রাজনীতি করতে গিয়ে তিনি বারবার মামলা হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি গাজীপুরের শ্রীপুরের একটি প্রাইভেট কোম্পানীতে উর্ধ্বতন কর্মকতা হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি এলাকার মানুষের সুখে -দুঃখে পাশের থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের শ্যামের গ্রামের মৃত- সুবোধ বৈরাগীর জ্যেষ্ঠ পুত্র মধুসূদন বৈরাগী ব্যক্তিগতভাবে মিষ্টভাষী, পরোপকারী, অধুমপায়ী ও উচ্চ শিক্ষিত। তিনি নির্বাচনে প্রার্থী হওয়ায় ঘোষণায় এলাকার ভোটারদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত