মোড়েলগঞ্জে শিক্ষকদের কোচিং বানিজ্য বন্ধের নির্দেশ  

 মোড়েলগঞ্জ প্রতিনিধি 

আপডেট : ০৭:৫০ পিএম, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯ | ৮৭৪

মোরেলগঞ্জে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও নব নির্বাচিত সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাগেরহাট ৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই শিক্ষার্থীরা হাতে পান নতুন বই। মেধাবি ছাত্রছাত্রীদের দেয়া হচ্ছে উপবৃত্তি। তারপরেও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কতিপয় শিক্ষক কোচিং বানিজ্য ও বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ছাড়াই ফরম ফিলাপে অতিরিক্ত ফি নিচ্ছে। এ সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে। এ ধরনের দুর্নীতি বন্ধের জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।



বিদ্যালয়ের সভাপতি পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম,সমাজ সেবক ডা. আব্দুল খালেক তালুকদার, অধ্যক্ষ এমাদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, জেলা পরিষদ সদস্য মাকসুদা আক্তার মুক্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক হাওলাদার। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা মো. হারুন-অর রশীদ, সভা শেষে বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে প্রতিযোগী বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত