মোল্লাহাটে কর্মশালা অনুষ্ঠিত

মোল্লহাট প্রতিনিধি

আপডেট : ০৮:০৪ পিএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৬৫৪

মোল্লাহাটে শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় সরকার প্রনীত ‘মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্ম পরিকল্পণা ২০১৮-২০২২ এর বাস্তবায়নে সমাজের বিভিন্ন শ্রেনী ও পেশার অংশ গ্রহণ ও ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান এনসিডিন বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা হয়।

জাতীয় মহিলা সংস্থার সভাপতি ও শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া জামানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, বিশেষ অতিথি ছিলেন ইনসিডিন বাংলাদেশের সমন্বয়কারী এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান। এ ছাড়া বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত