কচুয়া উপজেলা ছাত্রলীগ আহবায়কের ফেজবুক আইডি হ্যাক

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৬:৪৫ পিএম, শনিবার, ২ মার্চ ২০১৯ | ২৭৩৩

কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুরের ফেজবুক আইডি হ্যাক করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে এ আইডি হ্যাক করে সরকার বিরোধী নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান ওই ছাত্রলীগনেতা।


শনিবার সকালে এনিয়ে হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর কচুয়া থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। এছাড়া তিনি জিডিতে আরো উল্লেখ করেন তার ফেজবুক বন্ধুদের কাছে টাকা দাবী করা হচ্ছে এবং অপর একটি এসএম সাকিব হোসেন নামের ফেজবুক আইডি থেকে হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুরের নামে বিভিন্ন অপ-প্রচার করা হচ্ছে।

কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, আমাকে হেয় করার উদ্দেশ্যে একটি মহল আমার ফেজবুক আইডি হ্যাক করেছে। এর প্রতিকার চেয়ে আমি থানায় একটি জিডি করেছি। আশাকরি আইনশৃংখলা বাহিনী এর আইনগত ব্যবস্থা নিবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত