বাগেরহাটে যুব ও স্বাস্থ্য নীতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা

মামুন আহম্মেদ

আপডেট : ০৭:৩৪ এএম, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ | ৩৮৫১

বাগেরহাটে বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে যুব ও স্বাস্থ্য নীতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা একশন এইডের আর্থিক সহয়তায় এফোরআই প্রজেক্টের আওতায় বুধবার দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

একশন এইডের এফোরআই প্রজেক্টের ইন্সপাইরেটর আসমা-উল-হুসনা ও এফোরআই প্রজেক্টের পি.সি. মুশফিকুল ইসলামের পরিচালনায় দিনব্যাপি এ কর্মশালায় বাঁধনের ফকিরহাট ও বাগেরহাট সদর উপজেলার ৩০ জন ইয়ূথ অংশ গ্রহণ করেন। দিনব্যাপি এ কর্মশালায় যুব ও স্বাস্থ্য নীতিতে সরকার যুবদের জন্য কি ধরনের সুযোগ-সুবিধা ও অধিকার রেখেছে সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সরকারি এ সেবা সমূহ যুবরা কি ভাবে দেখতে চায় সে বিষয়ে গুলো গ্রুপ ওয়ার্কের মাধ্যমে ইয়ূথ গ্রুপের সদস্যরা তুলে ধরেন।

বাঁধনের এফোরআই প্রজেক্টের পি.ও. জয়নাল সরদার ও মামুন আহম্মেদের সার্বিক সহযোগীতায় কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন। সবশেষে যুবদের তথ্য ও প্রযুক্তিতে জ্ঞান বৃদ্ধির জন্য একশন এইড থেকে প্রদত্ত ট্যাবলেট পিসি ইয়ূথ গ্রুপের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত