মোংলা বন্দরে পণ্য খালাস শুরু

মাসুদ রানা, মোংলা

আপডেট : ০৫:০৯ পিএম, শনিবার, ৪ মে ২০১৯ | ১৪১১

বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাব কেটে যাওয়ায় ৪৮ ঘন্টা পর আবারও পণ্য ওঠা নামার কাজ শুরু হয়েছে মোংলা বন্দরে।
শনিবার দুপুর ৩ টা থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বন্দরে অবস্থানরত দেশী বিদেশী জাহাজসমূহ থেকে পণ্য খালাস বোঝাইয়ের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ দেশের উপকূলীয় জেলাসমূহে আঘাত হানার সম্ভাবনা তৈরী হলে গত বৃহস্পতিবার (২ মে) মোংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারী করে আবহাওয়া অধিদপ্তর। এ সংবাদের পরিপ্রেক্ষিতে ওইদিন দুপুর থেকেই বন্দরে পণ্য ওঠানামার কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আজ দুপুর থেকেই আবারও বন্দরে পণ্য ওঠানামার কাজ শুরু হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত