ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-৬,আহত-১০

পি কে অলোক,ফকিরহাট

আপডেট : ০৫:০৮ পিএম, শনিবার, ১৮ মে ২০১৯ | ২২৯১

খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলার সন্নিকটে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নারী ও চালক-হেলপার সহ ৬জন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে আরও ১০জন গুরুত্বর আহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক ৯টায় কাকডাঙ্গা মোড়ের অদুরে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান উক্ত দিন সকাল আনুমানিক ৯টার দিকে যাত্রীবাহী লোকাল বাস যার নং (বগুরা-ব-৪৭৪৫) রূপসা থেকে ছেড়ে আসা মোল্লাহাটগামী ফকিরহাট ফলতিতা সন্নিকটে এসে পৌছালে সামনের চাকা পানচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মেহগনি গাছের সাথে প্রচান্ড আকারে ধাক্কা লেগে বাসটি উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের চালক রূপসার নৈহাটী গ্রামের আবু বকরের পুত্র ফরহাদ হোসেন (৪৫), হেলপার রুপসার পাচানী গ্রামের মৃত আঃ সামাদের ছেলে সমুন (২৩), যাত্রী বাগেরহাটের কোধলা গ্রামের আঃ হামিদ বিশ্বাসের পুত্র হেকমত আলী (৪৫), ফকিরহাটের বৈলতলী গ্রামের সেলিম শেখের স্ত্রী হোসনে আরা বেগম (৩০),বাগেরহাটের আড়পাড়া গ্রামের ইশারাত মল্লিকের পুত্র লিঠু মল্লিক (৩৫) ও শ্রমিক কয়রা থানার অর্জনপুর গ্রামের আঃ কাদেরর পুত্র আঃ কুদ্দুস (৬০)।

এছাড়াও একজনের নামপরিচয় পাওয়া যায়নি। এঘটনায় আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য ১০/১২জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এদের মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক।

আহতদের মধ্যে যাদের নাম পরিচয় মিলেছে তারা হলেন ফকিরহাটের কলকলিয়া গ্রামের সঞ্চয় চক্রবর্তী (৫৫), খুলনার টুটপাড়ার পিন্টু (৩০), মোড়লগঞ্জের সঞ্চয় (৪০), সোনাখালী গ্রামের কালু (৩৮), মোল্লাহাটের হেনা বেগম (৩০), যাত্রাপুরের আকরাম হোসেন (৪৫), ফকিরহাটের ইয়াছিন (৪৫) ও আকলিমা খাতুন (১৩)। ঘটনার পর পরই প্রায় ১ঘন্টা যানবাহন চলাচল বন্দ ছিল। পরে খবর পয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, বাসটি সকাল ৯টার দিয়ে রূপসা থেকে মোল্লাহাট যাওয়ার পথে উক্ত স্থানে এসে পৌছালে চাকা পানচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ঠ মডেল থানায় কোন মামলা দায়ের হয়নী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত