ফকিরহাটে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৫:৩৪ পিএম, রোববার, ১৯ মে ২০১৯ | ১৮৪৭

খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট ফলতিতা এলাকায় এদিনের ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবার তেলবাহী ট্রাকের সাথে গরুবহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছে ৪জন। এদের মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল থেকে জানা গেছে।

এসময় দুইটি গরু ঘটনাস্থলে মারা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলতিতা নামক স্থানে রোববার দুপুর আড়াইটার দিকে মোল্লাহাটগামী গরুবোঝায় পিকআপের সাথে রূপসাগামী একটি তেলের ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা গরু ব্যবসায়ী যাত্রাপুরের কার্ত্তিকদিয়া গ্রামের লিটন (৪৫), আট্টাকীর মোক্তার হোসেন (৫৫), জগরুল আলম (৩০) আহত হয়েছে। ঘটনার সময় উক্ত স্থান থেকে যাওয়ার পথে মটরসাইকেল আরোহী কয়রার গড়িয়া গ্রামের রামপ্রসাদ মন্ডল (২৭) আহত হয়েছে।

খবর পেয়ে মডেল থানা পুলিম ও কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, দুপুরের দিকে উক্ত দুর্ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত