ফকিরহাটে এসডিজি বাস্তবায়ন সম্পর্কে পারস্পারিক শিখন কর্মশালা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৫:৩৯ পিএম, মঙ্গলবার, ২১ মে ২০১৯ | ৬০৫

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ ও খুলনা বিভাগের বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের সাথে পারস্পারিক শিখন কর্মশালা মঙ্গলবার সকালে বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন, জনঅংশি দারিত্বে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষে সকল জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বেতাগা ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি স্বপন দাশ।

বিশেষ অতিথি ছিলেন, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়। গাংনি ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, লাউডোব ইউপি চেয়ারম্যান সরোজিৎ কৃমার রায়, বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কৃমার রায়, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, রাজনগর ইউপি চেয়ারম্যান সরদার আব্দুর হান্নান, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কর, কুলিয়া ইউপি চেয়ারম্যান বাবলু মোল্লা, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ।

সিএসএস এর ওয়াশ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সিএসএস এর ওয়াশ প্রকল্পের পিসি মাহাবুবুর রহমান, প্রকল্প সমন্বয়কারী আল আমীন হোসেন ও নান্টু গোপাল দে প্রমুখ। এসময় ১৪টি স্ট্যাডিং কমিটির সভাপতি/সদস্য জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত