চিতলমারীতে অটোরিক্সা ও টেম্পু শ্রমিকদের বিক্ষোভ

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৫:৪০ পিএম, বুধবার, ২২ মে ২০১৯ | ১৮১৪

চিতলমারীতে বিভিন্ন স্ট্যান্ড থেকে অবৈধভাবে চালকদের কাছ থেকে চাঁদা আদায় ও অনুমতিবিহীন লেগুনা চালানোসহ বিভিন্ন অভিযোগে অটোরিক্সা এবং টেম্পু চালক-শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বুধবার সকাল ১১ টায় উপজেলা মালিক-শ্রমিক ঐক্য সংগঠনের পক্ষে প্রায় ৪ শতাধিক চালক-শ্রমিক চিতলমারী থানায় এসে বিক্ষোভ প্রকাশ করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামন, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল, উপজেলা থানা অফিসার ইনচার্জ অনুকুল সরকার, আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সীসহ মালিক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় উভয় পক্ষের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে শান্তিপূর্ণ সমাধান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত