কচুয়ায় সেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যা চেষ্ঠা

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৬:১৭ পিএম, সোমবার, ১০ জুন ২০১৯ | ১৭৯২

কচুয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মো. রতন পাইক (৩২) দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে। রবিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার টেংরাখালী গ্রামের তুলাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। রতন টেংরাখালী গ্রামের হেমায়েত পাইকের ছেলে। আহত রতনকে প্রথমে কচুয়া হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কচুয়া থানায় রতনের ভাই মো. রায়হান পাইক বাদী হয়ে একটি মামলা করে।


সোমবার ভোরে কচুয়া থানা পুলিশের এসআই আবু জাফরের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এঘটনায় জড়িত সন্দেহে ৪জনকে আটক করে। আটককৃতরা হলো জাহাঙ্গীর ফকিরের ছেলে তালিম ফকির(২৭), সরোয়ার শেখের ছেলে রুবেল শেখ(২৭), লুৎফর বালির ছেলে মাসুম বালি(২৬), গিয়াস উদ্দিন শেখের ছেলে রানা শেখ(৩০)। এদের সকলের বাড়ী টেংরাখালী এলাকায়।

মামলার বিবরনে জানাগেছে, রবিবার রাত পৌনে বারোটার দিকে রতন পাইক টেংরাখালী গ্রামের তুলাতলা নামক স্থানে পৌছালে পুর্বপরিকল্পিত সন্ত্রাসীরা ধাড়ালো অস্ত্র দিয়ে হামলা চালায় এসময়ে ডান পাশের থুতনির নিচে,পেটে ও ডান হাতে ধাড়ালো ছোড়া দিয়ে আঘাত করে। আহত অবস্থায় রতন দৌড়ে পাশের আলতাফ শেখের বাড়ী পৌছে ডাকচিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শফিকুর রহমান বলেন, হামলার ঘটনা শুনে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে আটক করে। বাকীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত