মোল্লাহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৪:২৫ পিএম, বুধবার, ২৬ জুন ২০১৯ | ৪২১

মোল্লাহাটে সমাজসেবা অধিদপ্তরের “সামাজিক নিরাপত্তা কর্মসূচী”র সফল বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারের সভাতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা সমাজসেবা উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম ও সহকারী পরিচালক খলিল আল রশিদ, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম ও মোল্লাহাট থানা পুলিশ পরিদর্শক নাজমুল আহসান।

এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, প্রেসকাব মোল্লাহাটের সাধরাণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া, সিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, মোঃ বাবলু মোল্লা ও প্রধান শিক্ষক এস,এম, ফরিদ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।

এ সেমিনার শেষে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় হেয়ারকাটিং, বিউটিপার্লার, বেত-বাঁশের সরঞ্জাম ও জুতা মেরামতকারীদের মাঝে আঠারো হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু মুছা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত