গুজবে কান না দিতে কচুয়া থানা পুলিশের সভা

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:১৯ পিএম, শনিবার, ২৭ জুলাই ২০১৯ | ৫৯৮

‘গুজবে কান দিব না, আইন নিজের হাতে তুলে নিব না।’-এই শ্লোগানকে সামনে রেখে কচুয়ায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে থানা পুলিশের উদ্যোগে সরকারী সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ছেলে ধরা সন্দেহে অপরিচিত কাউকে মারপিট করাসহ আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ করেন।


কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কচুয়া প্রেসকাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপ-পরিদর্শক বিধান চন্দ্র প্রমূখ। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিয়া সুলতানা, উপ-পরিদর্শক শাহ আলম সহ ছাত্র-শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,-‘গুজবের মাধ্যমে একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যার অংশ হিসাবে তারা পদ্মা সেতুতে মানুষের মাথা প্রয়োজন, ছেলে ধরা সহ নানা প্রকার গুজব রটাচ্ছে। তাই এটি প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত