দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের সভা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ইঞ্জিনিয়ার মোঃ হাদিসুর রহমানের ইন্তেকালে শোক ও ক্ষতিপূরণ দাবি

প্রেস বিজ্ঞপ্তি

আপডেট : ০১:০৪ এএম, শুক্রবার, ১১ মার্চ ২০২২ | ৩৪৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ইঞ্জিনিয়ার মোঃ হাদিসুর রহমানের ইন্তেকালে দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের পক্ষ হতে শোক সভায় ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সভাপতি আলহাজ্ব শেখ মুহাম্মদ সাহেব আলির সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ওই সভা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সভায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমি ও সর্বশেষ অবস্থার উপর প্রধান আলোচক ছিলেন পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মালেক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ডেকে ক্ষেপণাস্ত্রের আঘাতে বরগুনা জেলার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মোঃ হাদিসুর রহমান শাহাদৎ বরণ করায় শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সাথে নেতৃবৃন্দ যথাযথ কর্তৃপক্ষের নিকট মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুরের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। সভা থেকে উক্ত এলাকায় যুদ্ধের দামামা বেজে ওঠার পরেও কর্তৃপক্ষীয় ভুল সিদ্ধান্তে জাহাজটিকে সেখানে পাঠানোর জন্য দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।


পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় তাৎপর্যপূর্ণ আলোচনা করেনÑ আলহাজ্ব ফেরদৌস আলম চান ফারাজী, আলহাজ্ব এস এম আকবর হোসেন, আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেন, আলহাজ্ব কে এম রহমত আলী, আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ, অধ্যাপক এম এ মান্নান বাবলু, হুমায়ুন কবির বালি, কাজী এনামুল হক টুকু, সাকিব আফতাব সুজন প্রমুখ। সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের পদ্মার এপারের বৃহত্তর খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলার আর্থ, সামাজিক, অবকাঠামোগতসহ সার্বিক উন্নয়নের দাবিতে আন্দোলনরত দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ। এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি, খুলনার এক শোক সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় খুলনা মহানগরীর ৫৮/২ আহসান আহমেদ রোডস্থ পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত