কচুয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

 কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৩:০২ পিএম, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ | ৫৮৫

কচুয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভাসহ দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সনাতন ধর্মাবলম্বীরা উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করেন। বর্নাঢ্য শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের ছবি সম্বলিত লিফলেট, ব্যানার, প্লাকার্ড ও হেডব্যান্ড বহন করেন ভক্তরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মন্দির কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরে শ্রীকৃষ্ণের অনুস্মরণীয় জীবনীর ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিমল কুষ্ণ দত্ত। সমির বরণ পাইকের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, কচুয়া থানার ওসি (তদন্ত) মো.ইকবাল হোসেন সরদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাড.দিলীপ কুমার মল্লিক, সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নারায়ন বাওয়ালী,পিন্টু বসু,সুপার্থ কুমার মন্ডল,প্রনয় সাহা,শংকর স্বর্নকার,সুদেব কুমার, কমল কৃষ্ণ বৈদ্য প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত