শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মোরেলগঞ্জে মঙ্গল শোভাযাত্রা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৩:০৪ পিএম, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ | ৭০৭

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মোরেলগঞ্জে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভাসহ দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।



শুক্রবার বেলা ১১টায় সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করে। বর্নাঢ্য শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের ছবি সম্বলিত লিফলেট, ব্যানার, প্লাকার্ড ও হেডব্যান্ড বহন করেন ভক্তরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



পরে শ্রীকৃষ্ণের অনুস্মরণীয় জীবনীর ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক স্বপন কুমার ডাকুয়া। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল, নিতাই চন্দ্র সাহা, অ্যাড. রতন কুমার সাহা, কাউন্সিলর তপন পোদ্দার, পরিমল ঘোষ ও স্বপন সাহা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত