মোল্লাহাটে আশ্রয়কেন্দ্র ও দূর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৪:২৯ পিএম, রোববার, ১৩ অক্টোবর ২০১৯ | ৩৯৮

মোল্লাহাটে গিরিশনগর গাড়ফা মাধ্যমিক বিদ্যালয় বহুমূখী ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও টি.আর প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য ২৪’টি দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ডিজিটাল পদ্ধতিতে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হতে রবিবার সকাল ১০টায় দেশের বিভিন্ন স্থানের মোট ১০০’টি ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্র ও ১১২৭৩’টি দূর্যোগ সহনীয় বাসগৃহের সাথে একযোগে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে গিরিশনগর গাড়ফা মাধ্যমিক বিদ্যালয় বহুমূখী ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্রে ভিডিও কনফারেন্স আয়োজন করে মোল্লাহাট উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, থানা ওসি কাজী গোলাম কবীর, কৃষি কর্মকর্তা আবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল. উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা. প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র, যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া, এস,কে, হায়দার মামুন, শেখ রেজাউল কবীর ও মোঃ বাবলু মোল্লা, প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী উজ্জল মন্ডল, গিরিশনগর গাড়ফা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আয়উব আলী ও প্রধান শিক্ষক বিবেকানন্দ পোদ্দার প্রমূখ ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত