বিপাকে একটি পরিবার

মোরেলগঞ্জে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ 

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৪:০৩ পিএম, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ | ৪২১

মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের অবৈধ অস্ত্রধারী কতিপয় সন্ত্রাসীদের রোষানলে পড়ে নান হয়রানির শিকার হয়েছে কৃষকলীগ নেতা রেজাউল করিম সুমন ও পরিবার। পরিবারটি সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও মিথ্যা হয়রানি থেকে রেহাই পেতে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে ।


অভিযোগে জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলার ১১ নং বহরবুনিয়া ইউনিয়নের ৬ নং তালিকভুক্ত রাজাকার মৃত. মোসলেম খানের পুত্র এমদাদুল হক দুূলু অত্র ইউনিয়নে দুলু বাহিনী গড়ে চলে এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছে। দুলু এসসি ১১৯/০৯ হত্যা মামলার আসামী ছিল এবং এ মামলায় জেল হাজতেও ছিল। এ মামলায় জেলা কৃষকলীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক একই গ্রামের রেজাউল করিম সুমন ও তার পিতা মৃত আলহাজ্ব আলী আজগর ফকির স্বাক্ষী ছিল। সুমনের ছোট ভাই ইউনিয়ন আওয়ামীলীগ ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম সুজন সন্ত্রাসী দুলুর বিরুদ্ধে আদালতে ঘের লুটের অভিযোগ ও থানায় জিডি করেন। এসব নিয়ে দুলু বাহিনী এ পরিবারটির উপর ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও হয়রানি মূলক অভিযোগ দায়ের সহ মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। এমদাদুল হক দুূলু ও তার বাহিনীর জীবন নাশের হুমকির ভয়ে কৃষকলীগ নেতা রেজাউল করিম সুমন বাগেরহাট নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে ১০৭/১১৭ ধারায় মামলা দায়ের করেন। দুলুর বাহিনী ভয়ে এ পরিবারটি এখন আতঙ্কগ্রস্থ।


কৃষকলীগ নেতা রেজাউল করিম সুমনের ও তাদের পরিবার দুলু বাহিনীর হাত থেকে রেহাই পেতে স্বরাষ্ট্রমন্ত্রী , খুলনা রেঞ্জের ডিআইজি. র‌্যাব-৬ ,জেলা পুলিশ সুপার ও মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ এর বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত