কচুয়ায় বাড়ী ভাংচুর ও মাছ লুটের অভিযোগ

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:৪২ পিএম, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ | ৬১৬

কচুয়ায় বসত বাড়ী ভাংচুর ও মাছ লুটের অভিযোগ করেছেন কচুয়া উপজেলার চরকাঠী গ্রামের আ.মজিদ তালুকদারের মেয়ে এক কন্যা সন্তানের জননী কহিনুর ইয়াসমিন(৩২)। শনিবার দুপুরে সাংবাদিকদের সহযোগীতা চেয়ে তিনি বলেন, তার বসত বাড়ীতে শনিবার সকালে বারইখালী গ্রামের রাকিব খান(৪৫) তার শতাধিক সহযোগীদের নিয়ে আমার বাড়ীতে এসে আমার বসত ঘরে হামলা চালায়। এসময়ে আমি সহ আমার দুইভাবী বাধা দিতে গেলে তাদের পিটিয়ে আহত করে,আমাদের ঘরের মধ্যে আটকিয়ে রাখে। ওই সময়ে তারা আমার বসত ঘর ভাংচুর করে। এছাড়া আমার বাড়ীতে থাকা গাছ ও পুকুরে থাকা দুই লক্ষাধিক টাকার মাছ লটে নেয়। আহতরা হলেন, মোমেনা বেগম(৪০) ও মর্জিনা বেগম(৪৫),তাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে রাকিব খান বলেন, গত ২০১৮ সালের ২০ মার্চ তারিখে আমি ১একর ৮৬ শতক জায়গা ক্রয় করে ভোগদখল করে আসছি।ঘটনার দিন আমার চাষ করা মাছের কিছু অংশ ধরেছি ও নতুন কিছু মাছ ছেড়েছি। অভিযোগকারী সাথে আমার কোন বিষয়ে বিরোধ হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত