উপজেলা নির্বাহী অফিসারের আশ্রয়কেন্দ্র পরিদর্শন

কচুয়ায় ৮টি আশ্রয়কেন্দ্রে মানুষের ঢল , প্রস্তুত আরো ৫২টি

ইনতিয়াজ খন্দকার নিশাদ,কচুয়া

আপডেট : ০৭:৩৯ পিএম, শনিবার, ৯ নভেম্বর ২০১৯ | ১৫৭৮

বাগেরহাটের কচুয়ায় ঘুর্ণিঝড় বুলবুল এর ক্ষতি কমিয়ে আনতে, সাধারন মানুষকে আশ্রয়কেন্দ্রে সহযোগীতার জন্য ও দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়েছে কচুয়া উপজেলা প্রশাসন।

শনিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার ৩টি ইউনিয়নের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা। এসময়ে তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু। ঘুর্নিঝড় বুলবুলের সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় উপজেলার ৮টি আশ্রয়কেন্দ্রে সাধারন মানুষ নিজেদের গবাদিপশু সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় নিয়েছেন। এছাড়া আরো ৫২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, এপর্যন্ত জেলা প্রশাসনের মাধ্যমে ১০টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। এছাড়া নগদ ২০ হাজার টাকা, শিশুদের জন্য ৫ হাজার, গবাদিপশুর জন্য ৫ হাজার টাকা বরাদ্ধ পাওয়া গেছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া ব্যক্তিদের প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে শুকনো খাবার বিতরন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত