‘জেলেদের ভাগ্যের পরিবর্তনে কাজ করছে সরকার’

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:২০ পিএম, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ | ৪৯৪

উপকূলীয় জেলেদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার। বর্তমান সরকার জেলেদের নিবন্ধনের মাধ্যমে জেলেদের তালিকা তৈরি করেছে। বিভিন্ন সময়ে অগ্রাধিকার ভিত্তিতে জেলেদের সরকারি সহযোগিতা প্রদান করা হচ্ছে। সোমবার বাগেরহাট শহরের উদয়ন বাংলাদেশের কার্যালয়ে জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জনে উপকূলীয় অঞ্চলের বিপদাপন্ন ক্ষুদ্র-মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জেলেদের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে যে বাঁধাগুলো রয়েছে, তা সকলের সমন্বিত উদ্যোগে সমাধান করা হবে। এক্ষেত্রে সকলকে যার যার জায়গা থেকে জেলেদের পাশে থাকার আহবান জানান তিনি।

কোস্ট ট্রাষ্টের সহযোগিতায় উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিনুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, শরণখোলা উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক সোলাইমান, সাংবাদিক আজাদুল হক, আলী আকবর টুটুল, এসএম সামসুর রহমানসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত