চিতলমারীতে শিক্ষাবিদ যোগেশ’র ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১১:০০ পিএম, রোববার, ২৪ নভেম্বর ২০১৯ | ৪৭৮

চিতলমারীতে শিক্ষাগুরু যোগেশ চন্দ্র বিশ্বাসের ৫ম প্রয়াণ দিবস উপলক্ষে স্মৃতি চারণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও যোগেশ চন্দ্র স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের যোগেশ চন্দ্র বিশ্বাসের বাড়িতে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য দন্ত চিকিৎসক ও মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব আলী, স্বনামধন্য চিকিৎসক অনুপ কুমার বিশ্বাস, মুক্তবাংলা চারি পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলক চন্দ্র মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ ইয়াকুব আলী ও ডাঃ সুপ্রিয়া দাস প্রিয়াংকা।

এছাড়াও মহান শিকের স্মৃতির উদ্দেশ্যে ডাঃ অনুপ কুমার বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় মুক্ত বাংলা চারি পল্লী মাধ্যমিক বিদ্যালয়ে যোগেশ চন্দ্র বিশ্বাস স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত