বাগেরহাটে গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৫৬ পিএম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ | ৫৫৬

বাগেরহাটে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ বাগেরহাট জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের এসিলাহ মিলনায়তনে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট বিজন বিশ্বাসের সভাপতিত্বে ও সহ-সভাপতি সৈয়দ শওকত হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বইয়ের মোড়ক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বায় কবীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সমন্বায়ক খন্দকার হামিদুল ইসলাম এজাম, জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার। এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, গাঙচিল বাগেরহাট শাখার উপদেষ্টা সদস্য জোৎস্না দেবনাথ,সাধারন সম্পাদক কবি সৈয়াদা তৈফুন নাহার, সহসভাপতি শেখ আসাদুজামান, সমাজকল্যান সম্পাদক হেনা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের মোল্লাহাট উপজেলা শাখার সাধারন সম্পাদক কবির বিদাশ মোন্ডলের লেখা ”রক্ত স্বাক্ষর”নামের একাট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে গাঙ চিলসাহিত্য সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা শাখার সদস্যদের অংশ গ্রহনে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত