মোরেলগঞ্জে কৃষককে মারপিটের অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০২:১৭ পিএম, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ | ৪৬৩

বাগেরহাটের মোরেলগঞ্জে সমির হালদার(৫৫) নামে এক কৃষককে মারপিট ও হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে আমবাড়িয়া গ্রামের মৃত নগরবাসি হালদারের ছেলে সমির হালদারকে মারপিট করে শরীরে বিশাক্ত দ্রব্য ঢেলে দেয় দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সমির হালদারের ভাই সুশীল হালদার প্রতিবেশী সুরেশ ঢালী ও অশোক ঢালসহ ৬ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। পূর্ব শত্রুতার কারনে প্রতিবেশীরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগে উল্লখ করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত